মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দোহার উপকণ্ঠে আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তেহরান। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহা শহরের একাংশ, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং বিবিসি অ্যারাবিক সূত্র জানায়, ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এই হামলার তথ্য নিশ্চিত হয়েছে। অন্যদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে এবং একে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
বিস্ফোরণের পরপরই কাতার সরকার নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানায়, দোহার বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, এটি পূর্ব প্রস্তুতিপর্বের অংশ হিসেবেই ইরান পরিচালিত একটি পরিকল্পিত হামলা।
আরও পড়ুন
উল্লেখ্য, আল উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এখান থেকেই যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক সামরিক অভিযান পরিচালনা করে থাকে।
এই ঘটনার বিষয়ে এখনো কাতার বা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রবল।