সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার তাপমাত্রা ছিল ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের হিসেবে এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। মরুভূমি অধ্যুষিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এই দেশে কয়েক সপ্তাহ ধরেই প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
শুক্রবার জুমার নামাজে অংশ নেয়া অনেক মুসল্লি অসুস্থ বোধ করেছেন বলে জানিয়েছেন। হিট স্ট্রোকে কেউ কেউ প্রায় অজ্ঞান হয়ে পড়েন। যদিও দেশটি চরম গরমে অভ্যস্ত। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আবুধাবির একটি অঞ্চলে। এটি বিশ্বের অন্যতম উত্তপ্ত অঞ্চলগুলোর মধ্যে একটি এবং তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির রাজধানী।
২৬ বছর বয়সী এক বাসিন্দা জানান, শুক্রবার আবহাওয়া ছিল ভয়ানক গরম, সহ্য করার মতো নয়। মসজিদে দেরি করে পৌঁছানোয় তাকে বাইরে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। নামাজ শেষ হতে হতে এতটাই ঘেমে গিয়েছিলেন যে, মনে হচ্ছিল তিনি অজ্ঞান হয়ে যাবেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ২০০৩ সাল থেকে শুরু হওয়া রেকর্ড অনুযায়ী মে মাসে সর্বোচ্চ।
আরও পড়ুন
আগের রেকর্ড ছিল ২০০৯ সালে ৫০.২ ডিগ্রি। এই বৈরী আবহাওয়ায় স্বাস্থ্যবিশেষজ্ঞরা জনগণকে দুর্বিষহ গরম এবং তাপজনিত রোগ থেকে রক্ষা পেতে প্রচুর পানি পান, সুতি এবং গরম উপযোগী সঠিক পোশাক পরিধান এবং সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।