গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরায়েলেও

Strong earthquake in greece, tremors felt in israel

ইউরোপীয় দেশ গ্রিসে বৃহস্পতিবার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। কম্পনের উৎপত্তি হয় দেশটির ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকায়। ভূমিকম্পটি গভীরভাবে হলেও দূরবর্তী এলাকাতেও এর প্রভাব পড়ে।

জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬.৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৬.০ হিসেবে নিশ্চিত করে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই ভূমিকম্প শুধু গ্রিসেই নয়, এর কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে টেল আবিব এবং তার আশপাশের এলাকায় মানুষ কম্পনের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে সুনামি সতর্কতাও জারি করা হয়নি, যা কিছুটা স্বস্তির খবর দিয়েছে স্থানীয় বাসিন্দাদের।

ভৌগোলিকভাবে গ্রিস একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়শই ঘটে থাকে। এর আগে ২০২১ সালে একই ক্রিট দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হন এবং অনেকেই আহত হন।

এই সর্বশেষ ভূমিকম্প দেশটির জনগণকে আবারও স্মরণ করিয়ে দিল প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির বিষয়টি। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, তবে ভবিষ্যতের জন্য সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post