সুখবর! জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন প্রবাসীরা

Good news! expatriates can correct their passports with birth certificates

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংশোধনে গুরুত্বপূর্ণ সুযোগ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এখন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াও অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন।

Kuwait bangladesh 2505210430

সোমবার (২০ মে) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আখতার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে যেসব প্রবাসী এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা বিআরসি ব্যবহার করেই প্রয়োজনীয় পাসপোর্ট সংশোধন করতে পারবেন।

তবে ২০২৫ সালের ৩০ জুনের পর শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতেই পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকবে। তাই প্রবাসীদের এই সময়সীমার মধ্যে জন্মনিবন্ধনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post