বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া প্রবাসীদের জন্য এসেছে সুখবর। এখন থেকে বিশেষ কোনো অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উপদেষ্টা উল্লেখ করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সম্প্রতি তাকে বিষয়টি অবহিত করেছেন। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রদূত ভিসা নিয়ে প্রতারণা বা দালালচক্রে না জড়ানোর ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
অন্যদিকে, বিদেশগামীদের বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে ভিন্ন হারে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নিয়ে উদ্যোগ নিয়েছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার আরেকটি পোস্টে জানান, বিভিন্ন তফসিলি ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্টের নামে ভিন্ন হারে সার্ভিস ফি ও কমিশন নিচ্ছিল, যা গ্রাহকদের নিরুৎসাহিত করছিল।
আরও পড়ুন
এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে কোনো ব্যাংক গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নিতে পারবে না। এর বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা কমিশন আদায় করা হলে তা অনিয়ম হিসেবে বিবেচিত হবে।
এই সিদ্ধান্তে প্রবাসীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি বৈধ পথে অর্থ লেনদেনেও উৎসাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।