ইয়েমেনের দিক থেকে হামলা, কেঁপে উঠলো ইসরায়েল

Israel shaken by attack from yemen

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের দিক থেকে এই হামলা চালানো হয়েছে। হামলার পর ইসরায়েলে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।

ইসরায়েলের প্রধান ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এটি কতক্ষণ বন্ধ থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করছে।

চলতি মাসের শুরুতে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যাতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post