দূষিত শহরের শীর্ষে কুয়েত সিটি

Kuwait city tops list of most polluted cities

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ কুয়েত সিটি শীর্ষে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা ৯৫ স্কোর নিয়ে ১৭তম স্থানে আছে।

আজ সকাল পৌনে ৯টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য জানিয়েছে।

আইকিউএয়ারের তালিকায় কুয়েত সিটির স্কোর ৩৩৮, যা দুর্যোগপূর্ণ। ২০০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে কঙ্গোর কিনসাসা এবং ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post