ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ হবে না। তবে, তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন।
আহত সেনাদের সাথে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করার কাজ একই সাথে চলবে। হামাস যদি কিছু জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়, তবেই কেবল যুদ্ধবিরতি হতে পারে।
নেতানিয়াহু তার জোটসঙ্গীদের বলেছেন, হামাস অস্ত্র ত্যাগ না করলে ইসরায়েল কেবল বন্দি মুক্তির বিনিময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। তিনি জানান, হামাসকে পরাজিত করতে ইসরায়েলি সেনারা শীঘ্রই অভিযান চালাবে।
আরও পড়ুন
এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার জন্য আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশ সফরকালে তারা সেখানে অবস্থান করবেন।
এদিকে, হামাস সোমবার ইসরায়েলি-আমেরিকান বন্দি ইদান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে। গোষ্ঠীটি জানায়, ওয়াশিংটনের সাথে আলোচনার মাধ্যমে এই মুক্তি দেওয়া হয়েছে, যা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ।
ইসরায়েলের তথ্য অনুযায়ী, এখনও ৫৮ জন ইসরায়েলি বন্দি গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে ২১ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলি কারাগারে ৯ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকেই নির্যাতন, অনাহার এবং চিকিৎসার অভাবে ভুগছেন বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।