বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Malaysia deports 48,319 prisoners from various countries

বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌপথে ৪৮ হাজার ৩১৯ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, সারাদেশের ডিপোগুলোতে মাত্র ২১ হাজার ৫৩০ জন বন্দিকে রাখার ব্যবস্থা রয়েছে। তারমতে, ডিপোর জট কমাতে, বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল যেন গত ৩১ ডিসেম্বর ৪৮ হাজার ৩১৯ জন আটক অভিবাসীদের সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত পাঠানো সংখ্যার মধ্যে ৩৪ হাজার ৭০২ জন পুরুষ, ১১ হাজার ৫৪০ জন নারী ১ হাজার ১৭৬ জন ছেলে এবং ৯০১ জন মেয়ে রয়েছে।জট কমাতে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু করে দুই বছরের জন্য সাবাহের সান্দাকান বন্দর থেকে ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা বন্দরে ফিলিপিনসের নাগরিক বন্দিদের স্থানান্তরের জন্য ফেরি পরিবহন ব্যবস্থা করা করা।

১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই বছরের জন্য তাওয়াউ বন্দর থেকে ইন্দোনেশিয়ার নুনুকান বন্দরে ইন্দোনেশিয়ার নাগরিক বন্দিদের ফিরিয়ে নেওয়ার জন্য ফেরি ভাড়া পরিষেবা দেওয়া হয়।

জাকারিয়া বলেন, এর বাইরে আরেকটি পদক্ষেপ হলো পেনিনসুলার মালয়েশিয়া ডিপোতে ইন্দোনেশিয়ান নাগরিক বন্দিদের পাসির গুদাং বন্দর থেকে ইন্দোনেশিয়ার তানজুং পিনাং বন্দরে দুই বছরের জন্য, অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফেরি ভাড়া পরিষেবা দেওয়া হয়।

এছাড়া সাজা শেষ করা অভিবাসী বন্দিদের দ্রুত নিজ দেশে স্থানান্তর কর্মসূচিও পরিচালনা করছে ইমিগ্রেশন। পরিচালক বলেন, ডিপোতে জট কমাতে ইমিগ্রেশন বিভাগের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে এটি একটি।

 

আরও দেখুন:

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize