ভিসা নিয়ে সুখবর দিল উপদেষ্টা

Advisor gives good news about visa1

বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বন্ধ থাকা ভিসা সুবিধা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ বিষয়ে আহ্বান জানান। তিনি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি-র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন।

Img 20250429 194456 2

বৈঠকে তারা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়করণ, দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেমিট্যান্স দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশেও বর্তমানে একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। এ সময় তিনি আমিরাত সরকার ও দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রদূত হামুদি বলেন, দক্ষ কর্মীদের কোটা অনুযায়ী এখনও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। পাশাপাশি, দক্ষ মানবসম্পদ তৈরিতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি সেমি-গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনে আগ্রহী।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post