আমিরাতের কারাগারে বন্দী প্রবাসীদের মুক্তির দাবিতে পরিবারের বিক্ষোভ

আমিরাতের কারাগারে বন্দী প্রবাসীদের মুক্তির দাবিতে পরিবারের বিক্ষোভ

আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দী প্রবাসীদের মুক্তি ও দেশে ফেরত আসাদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করছেন তাদের পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রায় ৭০টি পরিবারের সদস্যরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এক ঘণ্টার মধ্যে দাবি মানার আলটিমেটাম দেন তারা।

সিলেট থেকে আসা সগীর তালুকদার বলেন, আমিরাতের কেন্দ্রীয় জেলে ২০ জন ও অন্য জেলে শত শত প্রবাসী বন্দী রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা এখানে অবস্থান করছেন। কিন্তু কেউ দেখা করতে আসেননি। এর আগেও তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। সে সময়ও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিক্ষোভরতদের দাবি, এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেবেন তারা।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post