বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় প্রবেশ করেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক-বাণিজ্যিক কেন্দ্রে হিসেবে পরিচিত এই শহরটিতে বর্তমানে বসবাস করছেন ৮১ হাজার মিলিয়নিয়ার, ২৩৭ জন সেন্টি মিলিওনিয়ার এবং ২০ জন বিলিওনিয়ার।
ব্রিটেনভিত্তিক বিনিয়োগ ও আবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’ নামে একটি প্রতিবেদেন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ধনীতম ২০ শহরের মধ্যে দুবাইয়ের অবস্থান ১৮তম। বিশ্বের ধনী দেশের তালিকায় ঢোকার পাশাপাশি আরব বিশ্বের শীর্ষ ধনী শহরের তকমাও অর্জন করেছে আমিরাতের দুবাই।
বছরের পর বছর ধরেই বিনিয়োগ, বাণিজ্য অন্যতম কেন্দ্রস্থল দুবাই। এ কারণে বৈশ্বিক ধনকুবেররাও ভিড় করেন শহরটিতে। তাদের অনেকে সেখানে স্থায়ীভাবে বসবাসও করছেন।
আরও পড়ুন
মঙ্গলবারের প্রতিবেদনে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, গত এক দশকে দুবাইয়ে ধনকুবেরদের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে ১০২ শতাংশ। বিশ্বের অন্য কোনো শহরে মাত্র এক দশকে এই মাত্রায় ধনীদের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির রেকর্ড নেই বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। দুবাইয়ের পাশাপাশি এক্ষেত্রে এগোচ্ছে আমিরাতের রাজধানী আবুধাবিও। গত ১০ বছরে আবুধাবিতে মিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ।