আমিরাতে ঈদ ড্রতে গাড়ি জিতলেন বাংলাদেশি রুবেল

আমিরাতে ঈদ ড্রতে গাড়ি জিতলেন বাংলাদেশি রুবেল

ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘ঈদ ড্র’তে গাড়ি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। এই অনুষ্ঠানটি মূলত আমিরাত জুড়ে শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং দেশটির জন্য তাদের অবদানকে সম্মানিত করার জন্য আয়োজন করা হয়েছিল। খবর খালিজ টাইমসের।

২৪ বছর বয়সী রুবেল আহমেদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। তিনি আমিরাতে গ্লোব বিল্ডিং কন্ট্রাক্টিং এলএলসি-এর কাজ করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, যখন তার নাম ডাকা হয়েছিল, তখন আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না।

খালিজ টাইমসকে রুবেল জানিয়েছে, তিন বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। ড্র-তে পাওয়া এই সাদা নিসান সানিটি তিনি বিক্রির পরিকল্পনা করেছেন। রুবেল বলেন, “গাড়ি বিক্রির টাকা দিয়ে আমি একটি বাড়ি করতে চাই।”

এছাড়া নিজের মা-কে ওই টাকার একটা অংশ দিবেন বলেও জানিয়েছেন তিনি। গাড়ি জেতার খবর শুনে তার মা এবং পরিবারের বাকি সদস্যরাও আনন্দিত বলে জানান এই প্রবাসী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post