আরব আমিরাতে ঈদের তারিখ ঘোষণা!

আরব আমিরাতে ঈদের তারিখ ঘোষণা!

রহমত, বরকত ও মাগফেরাতের মাস রমজানের প্রথম দশক বিদায় নিতে না নিতেই, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশে ঈদের আনন্দধ্বনি শোনা যাচ্ছে। দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যা মুসলিম বিশ্বের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

দুবাইয়ের এই খ্যাতনামা জ্যোতির্বিদ্যা সংস্থাটি জানিয়েছে, এবারের রমজান মাস ২৯ দিনের হবে নাকি ৩০ দিনের, তা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদের ওপর। তবে তাদের পূর্বাভাস অনুযায়ী, আরব আমিরাতে আগামী ৩০ মার্চ, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তবে ৩১ মার্চ, রবিবার সংযুক্ত আরব আমিরাত জুড়ে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চাঁদ দেখা কমিটির জন্য ২৯শে রমজান (অর্থাৎ, ২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানের কাজ শুরু হবে। সংস্থাটি জনসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যদি কেউ ৩০শে মার্চ সন্ধ্যায় আকাশে ঈদের চাঁদ অবলোকন করেন, তবে অবিলম্বে স্থানীয় চাঁদ দেখা কমিটি অথবা সরকারি অফিসিয়াল চাঁদ পর্যবেক্ষণ কমিটিকে যেন অবশ্যই সে বিষয়ে অবগত করেন।

যদি দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের এই পূর্বাভাস বাস্তবে ফলে যায়, এবং আরব আমিরাতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়, তবে ওই অঞ্চলে এ বছর মোট ৩০টি রোজা পূর্ণ হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারীর ২৮ তারিখ সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর, ১লা মার্চ থেকে আমিরাতসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হয়েছিল।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯শে মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ শুরু করবে। ঐ দিন রমজানের ২৯তম দিন হবে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদি এ বছর রমজান মাস ৩০ দিনের হয়, তবে আমিরাতের ভাগ্যবান মুসল্লিগণ ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। এই খবর আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস দ্বিগুণ করে তুলবে বলাই বাহুল্য।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post