সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষ্যে ফিতরা নির্ধারণ

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষ্যে ফিতরা নির্ধারণ

পবিত্র মাহে রমজান সমাগত, আর এই উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ফিতরার পরিমাণ ঘোষণা করেছে। ফতোয়া কাউন্সিল কর্তৃক নির্ধারিত, এবারের রমজানে আমিরাতে বসবাসকারী প্রত্যেক মুসলিমের জন্য ফিতরার পরিমাণ ধার্য করা হয়েছে জনপ্রতি ২৫ দিরহাম। কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদুল ফিতরের নামাজের পূর্বেই এই ফিতরা পরিশোধ করতে হবে।

আমিরাতে কর্মরত প্রবাসী এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়, উভয়ের সুবিধার্থে ফতোয়া কাউন্সিল বিশেষ নির্দেশনা দিয়েছে। যদি কোনো প্রবাসী চান, তবে এই ফিতরার সমপরিমাণ অর্থ নিজ দেশেও প্রদান করতে পারবেন।

তবে এক্ষেত্রে সময়সীমার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দুবাইয়ের খ্যাতনামা একটি মসজিদের পেশ ইমাম জানিয়েছেন, ফিতরা অবশ্যই আমিরাতের ঈদের নামাজের পূর্বেই পরিশোধ করতে হবে।

যদি কেউ বাংলাদেশের ঈদের সময় ফিতরা প্রদান করেন, তবে তা ফিতরা হিসেবে গণ্য হবে না, বরং সাধারণ দান বা সদকা হিসেবে বিবেচিত হবে। তাই, ফিতরার ফজিলত ও সওয়াব পেতে হলে আমিরাতের ঈদ জামাতের আগেই তা আদায় করা আবশ্যক।

আমিরাতের ফতোয়া কাউন্সিল আরও জানিয়েছে, এ বছর যাকাতুল ফিতরের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য ২৫ দিরহাম অথবা সমপরিমাণ আড়াই কেজি চাল। অর্থাৎ, রোজাদারগণ চাইলে নগদ ২৫ দিরহাম অথবা এর সমমূল্যের খাদ্যশস্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।

এই ফিতরা আমিরাতে বসবাসরত প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নর-নারী, যুবক-বৃদ্ধ নির্বিশেষে সকলের উপর ওয়াজিব বা ফরজ। যারা আর্থিকভাবে সচ্ছল এবং খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা প্রদানে সক্ষম, তাদের প্রত্যেককেই এই বিধান পালন করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা এবং দরিদ্র ও অভাবী মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ফিতরার এই তাৎপর্যপূর্ণ বিধান পালনের জন্য আমিরাতের ফতোয়া কাউন্সিল সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post