কুয়েতের গৃহকর্মী সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকারি তথ্যে জানা গেছে, গত ১৮ মাসে দেশটিতে ৩০,০০০ গৃহকর্মী কমে গেছে, যা প্রতিদিন গড়ে ৫৫ জন কর্মী হারানোর সমান। শ্রমিক আমদানিতে নানা চ্যালেঞ্জ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা এই সংকটের প্রধান কারণ।
পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (PACI)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি ৮,১১,৩০৭ গৃহকর্মী থাকলেও ২০২৪ সালের ডিসেম্বর শেষে তা কমে ৭,৮০,৯৩০-এ দাঁড়িয়েছে।
গৃহকর্মী নিয়োগ সংস্থার কর্মকর্তারা জানান, বিদেশি শ্রমিক নীতির পরিবর্তন, প্রতিবেশী দেশগুলোর চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় জীবনযাত্রার পরিবর্তন এই সংকটের মূল কারণ।
আরও পড়ুন
কুয়েতের শ্রম বাজারে এই সংকটকে আরো তীব্র করছে, বিশেষ করে ফিলিপিনো গৃহকর্মীদের সাথে শ্রম বিরোধ ও সাম্প্রতিক অপরাধের ঘটনা। এই পরিস্থিতিতে কুয়েতি পরিবারগুলো তাদের নির্ভরশীলতা কমাতে চাইছে।
প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ভালো বেতন ও উন্নত কাজের পরিবেশের কারণে অনেক গৃহকর্মী কুয়েত ছেড়ে চলে যাচ্ছেন।
বর্তমানে প্রায় ৪৫০টি লাইসেন্সপ্রাপ্ত গৃহকর্মী নিয়োগ সংস্থা রয়েছে, তবে নানা সীমাবদ্ধতার কারণে অধিকাংশ সংস্থা চাহিদা মেটাতে পারছে না।
কর্মকর্তারা সতর্ক করেছেন যে, নিয়োগ নীতি এবং আন্তর্জাতিক চুক্তির পরিবর্তন না হলে এই সংকট অব্যাহত থাকবে, যা কুয়েতের সামগ্রিক অর্থনীতি ও পরিবারগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।