যেভাবে পাবেন আরব আমিরাতের গোল্ডেন ভিসা

যেভাবে পাবেন আরব আমিরাতের গোল্ডেন ভিসা

সংযুক্ত আরব আমিরাত (UAE) সম্প্রতি তাদের গোল্ডেন ভিসার নতুন ক্যাটাগরি ঘোষণা করেছে, যা বেশ কিছু নতুন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবিদ, গেমিং পেশাজীবী এবং বিলাসবহুল ইয়ট মালিকরা দীর্ঘমেয়াদীভাবে আমিরাতে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন।

শিক্ষক ও শিক্ষাবিদদের জন্য গোল্ডেন ভিসা: ২০২৪ সালের অক্টোবরে চালু হওয়া নতুন এই ভিসা মূলত বেসরকারি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের জন্য বরাদ্দ করা হয়েছে।

এই ভিসার মাধ্যমে তারা কেবল নিজেরাই নয়, বরং তাদের পরিবারের সদস্যদেরও স্পনসর করতে পারবেন, যা তাদের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও কর্মপরিবেশকে সহজতর করবে।

গেমিং পেশাজীবীদের জন্য ‘দুবাই গেমিং ভিসা’:গেমিং এবং ই-স্পোর্টস শিল্পের প্রসারে দুবাই কর্তৃপক্ষ বিশেষ ‘দুবাই গেমিং ভিসা’ চালু করেছে।

এই ভিসার মাধ্যমে গেমিং ও ই-স্পোর্টস পেশাজীবীরা দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে পারবেন এবং শহরটিকে একটি আন্তর্জাতিক গেমিং কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবেন।

বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য বিশেষ সুবিধা:যেসব ব্যক্তির ব্যক্তিগত ইয়টের দৈর্ঘ্য ৪০ মিটার বা তার বেশি, তারা এই বিশেষ গোল্ডেন ভিসার আওতায় আসবেন।

পাশাপাশি, ইয়ট নির্মাণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ভিসার সুবিধা পাবেন, যা সামগ্রিকভাবে নৌপরিবহন ও বিলাসবহুল সামুদ্রিক পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে।

এই উদ্যোগগুলোর ফলে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক পেশাজীবীদের আকৃষ্ট করা সহজ হবে এবং দেশের বিভিন্ন শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize