কুয়েতে ধরপাকড়: ৩৫ হাজার প্রবাসীর দেশে ফেরা

কুয়েতে ধরপাকড়: ৩৫ হাজার প্রবাসীর দেশে ফেরা

কুয়েত প্রশাসনের কঠোর নজরদারির ফলে ২০২৪ সালে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, অনেক প্রবাসী বৈধ ভিসা নিয়ে গেলেও স্থানীয় আইন ও ভিসার শর্ত সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন। গ্রেপ্তারদের মধ্যে অনেকে পুনরায় কুয়েতে প্রবেশের যোগ্যতাও হারিয়েছেন।

বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক ২০ নম্বর গৃহকর্মী ভিসা বা ১৮ নম্বর ছোট কোম্পানি ভিসার মাধ্যমে কুয়েতে যাচ্ছেন। এসব ভিসার জন্য ৭ থেকে ৯ লাখ টাকা পর্যন্ত খরচ করছেন তারা।

তবে কিছু ক্ষেত্রে দালালের প্রতারণার ফাঁদে পড়ে প্রবাসীরা বিপদে পড়ছেন। একক ভিসায় গমন করা কর্মীদের অনেকেই কুয়েতে পৌঁছানোর পর মালিক (কাফিল) তাদের ইকামা বাতিল করে অন্যকে নিয়োগ দিচ্ছেন, ফলে তারা চাকরি হারিয়ে অবৈধ হয়ে পড়ছেন।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস নতুন নীতিমালা ঘোষণা করেছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক কর্তৃক জমাকৃত একক ভিসার সত্যায়নের আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

এই পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভিসা জালিয়াতি ও অবৈধ অবস্থানের সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post