আরব আমিরাতের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর!

নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে আমিরাতের ভিসা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।

দেশটি এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা প্রদান করবে, যার মাধ্যমে তারা কোনো স্পন্সর ছাড়াই ১০ বছর পর্যন্ত ইউএইতে বসবাস করতে পারবেন।

আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়ার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। চলতি বছরে ১০ হাজার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারকে গোল্ডেন ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া, গোল্ডেন ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যেসব কন্টেন্ট সৃজনশীল, সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক স্তরে পরিচিতি অর্জন করেছে, এমন কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটররা ‘ক্রিয়েটরস এইচকিউ’ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূর্ণ করতে পারবেন। আবেদন যাচাইয়ের পর, যোগ্য প্রার্থীদের ইমেইল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ধাপগুলো শুরু হবে।

এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক অভিনব সুযোগ, যার মাধ্যমে তারা নিজের কাজকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে পারবেন এবং বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করতে সক্ষম হবেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize