মধ্যপ্রাচ্যে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতিতে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতিতে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের অনুসন্ধানের ভিত্তিতে দুজনকে মানব পাচারের অভিযোগে এবং একজনকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে আটক করা হয়।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) কুয়েতের জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মানব পাচারে জড়িত দুই অভিযুক্ত বাংলাদেশিদের কাছ থেকে ভিসা বাবদ ১৭০০ থেকে ১৯০০ দিনার পর্যন্ত ফি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তৃতীয় অভিযুক্তের বিরুদ্ধে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরি করার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আরও তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize