আবুধাবিতে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি সার্ভিস

আবুধাবিতে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি সার্ভিস

আগামী বছরের শেষ দিকে উড়ন্ত ট্যাক্সি সার্ভিস চালুর করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

২০২৫ সালে বিশ্বের প্রথম শহর হিসেবে আবুধাবিতে এ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে দেশটির। প্রতিবেদনটি যদি সত্যি হয়- তাহলে বিশ্বের প্রথম ‘উড়ন্ত ট্যাক্সি সার্ভিস’ প্রদানে প্রথম দেশ হিসেবে নাম লেখাবে আরব আমিরাত। এ পরিষেবার আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারক্রাফট কোম্পানি ‘আর্চার এভিয়েশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে আবুধাবিতে দেখা যাবে বিদ্যুৎচালিত ‘টেকঅফ-অ্যান্ড-ল্যান্ডিং বা ইভিটিওএল’ উড়ুক্কু ট্যাক্সির বহর। পরিকল্পনা সফল হলে প্রতিষ্ঠানটি ‘মিডনাইট’ নামের উড়ুক্কু ট্যাক্সি আবুধাবির আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ‘ভার্টিপোর্ট’ থেকে উড্ডয়ন বা অবতরণ করবে।

‘ভার্টিপোর্ট’ হচ্ছে এ ধরনের ট্যাক্সির এয়ারপোর্ট। চারজন যাত্রী নিয়ে পরিবহন করবে এসব ট্যাক্সি, যা যাত্রার সময় কমিয়ে দেবে প্রায় ৮০ শতাংশ।

আর্চারের একজন মুখপাত্র বলেন, ‘বাণিজ্যিক এয়ারক্রাফটের মতো সুরক্ষা ব্যবস্থা রয়েছে এসব ট্যাক্সিতে। পাশাপাশি ক্রুজিং উচ্চতায় হেলিকপ্টারের শব্দদূষণ প্রায় ৯৯ শতাংশ কমিয়ে দেবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize