ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এ হামলায় রাজধানী সানা এবং বন্দর নগরী হোদেইদাহর গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি যোদ্ধারা। এর প্রতিক্রিয়াতেই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে।

ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

বৃহস্পতিবার ভোরে সানা ও হোদেইদাহতে একাধিকবার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সানার কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহর একটি তেল স্থাপনায় এ আক্রমণ কেন্দ্রীভূত ছিল।

হুথি সমর্থিত গণমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে, সানা ও হোদেইদাহর বিভিন্ন স্থাপনার উপর ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে। সানার দুটি বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহ বন্দরে চার দফা হামলা করা হয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হুথি যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের এ পাল্টা আক্রমণ ঘটে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যত্রও ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইতোমধ্যেই অন্তত ১০০টি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলও নিয়মিত আক্রমণ চালিয়ে যাচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize