মধ্যপ্রাচ্য প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিছু অসাধু চক্র অনলাইনে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতারিত করার চেষ্টা করছে।

দূতাবাস কর্তৃক ১৭ ডিসেম্বর তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রবাসীদের পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিভিন্ন সনদপত্র সংগ্রহ এবং দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করছে। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, এই সকল বিজ্ঞাপনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের এই ধরণের ভুয়া প্রচারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এ ধরণের সেবা সম্পর্কিত কোনো আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রয়োজনীয় যে কোনো সেবা সরাসরি দূতাবাসের মাধ্যমে অথবা দূতাবাসের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না হয়।

দূতাবাস আরও অনুরোধ করেছে যে, যদি কোনো প্রবাসী এই ধরণের কোনো প্রতারণার শিকার হন, তাহলে অতিসত্বর দূতাবাসকে জানাতে। দূতাবাস প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এ ধরণের প্রতারণা রোধে সর্বদা সচেষ্ট রয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post