আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসহ কর্মী নেবে প্রবাসীদের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল প্রবাস টাইম। আগ্রহীরা মেইলে (career@probashtime.com) আবেদন করতে পারবেন।
পদের নাম : Video Content Creator / ভিডিও কনটেন্ট ক্রিয়েটর
পদের সংখ্যা : ০১ (এক)
কাজের ধরন : ফুলটাইম
কর্মস্থল : রামপুরা, ঢাকা।
আবেদনের যোগ্যতা
১। মানসম্পন্ন ভিডিও কনটেন্ট তৈরিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
২। নির্ভুল, মানসম্পন্ন স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি রাইটিং জানতে হবে। (টেলিভিশনে স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে)
৩। ইংরেজি থেকে বাংলা স্ক্রিপ্ট করার দক্ষতা থাকতে হবে।
৪। অনুসন্ধিৎসু ও সৃজনশীল, পরিশ্রমী, সৎ, বিনয়ী ও ধৈর্যশীল হতে হবে।
৪। ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
৫। কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে।
আরও পড়ুন
- বেতন: ২০,০০০ থেকে ২৫,০০০ (দক্ষতা সাপেক্ষে)
- প্রথম ৩ মাস পরীক্ষামূলক। যোগ্যতার ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।
- চাকরি পার্মানেন্ট হলে প্রভিডেন্ট ফান্ড সুবিধা মিলবে।
- বছরে ২টি বোনাস।
পদের নাম: ভিডিও এডিটর কাম গ্রাফিক্স ডিজাইনার
- অভিজ্ঞতা: ভিডিও এডিটিং এ পারদর্শী হতে হবে এবং চমৎকার ডিজাইন করার আইডিয়া থাকতে হবে।
- বেতন: ২০,০০০ থেকে ৩০ হাজার টাকা। (দক্ষতা সাপেক্ষে)
- বাৎসরিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড ও উৎসব বোনাস থাকবে।
- মাস শেষ হওয়ার আগেই বেতন (মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই বেতন)
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৪ইং
উল্লেখ্য: প্রবাসীদের জন্য অগ্রাধিকার থাকবে।
যেভাবে CV পাঠাবেন
ই-মেইলে আবেদন করুন : ইমেইল: career@probashtime.com
অভিজ্ঞতার প্রমাণ : কাজের প্রমাণস্বরূপ আপনার নিজের তৈরি ভিডিও লিংক অবশ্যই আবেদনে যুক্ত করুন। সেক্ষেত্রে গুগল ড্রাইভ অথবা উই ট্রান্সফারের মাধ্যমে ভিডিও লিংক পাঠাতে পারেন । ইউটিউব বা ফেসবুকে আপনার নিজস্ব ভিডিও লিংক থাকলে সেটাও যুক্ত করুন।
হোয়াটসঅ্যাপেও সিভি পাঠাতে পারেন।
+8801797577533