রাশিয়া-ওমানের সঙ্গে ইরানের যৌথ সামরিক মহড়া

রাশিয়া ওমানের সঙ্গে ইরানের যৌথ সামরিক মহড়া

ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে ইরান। এতে অংশ নিয়েছে রাশিয়া-ওমান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা জোরদার, বহুপাক্ষিক সুবিধা বৃদ্ধি, শান্তি-বন্ধুত্ব ও ম্যারিটাইম নিরাপত্তা রক্ষার সক্ষমতা প্রকাশ করাই এই মহাড়ার লক্ষ্য।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরান এই মহড়ার আয়োজন করেছে। এদিকে লেবান ও ইয়েমেনে হামলা জোরদার করেছে ইসরায়েল। ফলে যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত তার বাসভবনে এই হামলা চালানো হয়।

নেতানিয়াহুর কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে, তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাসভবনে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হেনেছে।

তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এই হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=5DxAFYVN-74

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize