হঠাৎ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

হঠাৎ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন। এই দুই বিশ্বনেতা তুর্কমেনিস্তানে একটি ফোরামে যোগ দেওয়ার ফাঁকে বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। পুতিনের এক জ্যেষ্ঠ সহকারীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পররাষ্ট্রনীতিবিষয়ক পুতিনের সহকারী ইউরি উশাকভ সোমবার সংবাদিকদের বলেন, পুতিন ও মাসুদ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে এক তুর্কমেন কবির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান ইউরি উশাকভ।

অষ্টাদশ শতকের কবি মাগতিমগুলির ৩০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে একত্রিত হবেন মধ্য এশিয়ার দেশগুলোর নেতারা। তবে পুতিনের এই সফর আগে ঘোষণা করা হয়নি।

এর আগে  সপ্তাহে ইরান সফর করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। তেহরানে তিনি মাসুদ পেজেশকিয়ান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বৈঠক করেছেন।

তবে পুতিন–পেজেশকিয়ানের অনুষ্ঠিতব্য বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ বৈঠকটি এমন এক সময় হচ্ছে, যখন ইসরায়েল লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে তীব্র বোমাবর্ষণ চালাচ্ছে এবং রাশিয়া তাদের কিছু নাগরিককে সেখান থেকে সরিয়ে নিয়েছে।

এ দিকে চলতি মাসেই উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাওয়ার কথা রয়েছে মাসুদ পেজেশকিয়ানের। ওই সময়েও দুই–নেতার মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize