লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত বেড়ে ৪৯২

D3b9338879a7d81f751018ed4ef2ba0c 66f24dbed496c

লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর স্থাপনা ধ্বংস করতে এক হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ২০০ এর বেশি রকেট হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন শিশু ও ৫৮ জন নারী রয়েছে। সেইসঙ্গে হামলায় আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন।

তবে হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হিজবুল্লাহর সদস্য তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবাইদ বলেছেন, হামলার কারণে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি জানান, আমরা লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চাই না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize