নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

Israel 15 2409220716

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলতি সংঘাত তীব্র আকার ধারণ করায় নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে চলতি সংঘর্ষ বৈরুতসহ লেবাননজুড়ে অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। লেবানন থেকে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যায় কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। সেকারণে লেবাননে বসবাসরত মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

এদিকে, শনিবার লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে ৪০০ হামলা চালিয়েছে ইসরাইল। অপরদিকে ইসরাইলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় সংঘাত শুরুর পর ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

অন্যদিকে, শুক্রবার লেবাননে ইসরাইলের হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize