লেবাননের সিভিল এভিয়েশনের পরিচালক নতুন এক নির্দেশনা জারি করেছেন। নতুন নির্দেশনা অনুযায়ী বিমান যাত্রীরা পেজার এবং ওয়াকিটকি বহন করতে পারবে না। রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম এনএনএ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা
লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত হাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে এ নির্দেশনা কার্যকর হবে। বিমানবন্দরের সব যাত্রীদের লাগেজ চেক করা হবে। যদি সন্দেহজনক কিছু যাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন আদেশ বলবৎ থাকবে।
এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াত জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে। হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
আরও পড়ুন
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এক ঘণ্টার ব্যবধানে ৪ হাজার পেজার বিস্ফোরণ হয়। এর একদিন পর ওয়াকিটকি রেডিও, মোবাইল ফোন, ল্যাপটপসহ সোলার পাওয়াও বিস্ফোরণের ঘটনা ঘটে।
আবিয়াদ বলেছেন, এ ঘটনায় আহত ৩০০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। অস্ত্রোপচার করা হয়েছে ৪০০ জনের এবং বাকীদের চিকিৎসা চলছে।