একরাতেই ইউক্রেনের ১৪৪ টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। শুধু মস্কোতেই ২০ টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রি এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার কর্মর্তারা জানিয়েছেন, মস্কোর কাছে এক নারী নিহত হয়েছেন। রুশ বাহিনীর ভূপাতিত করা একটি ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ তার অ্যপার্টম্যান্টে আঘাত হানলে তিনি নিহত হন।
মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিওব জানিয়েছেন, মঙ্গলবার ভোরে রামেনস্কয়ে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত দুটি বহুতল অ্যাপার্টম্যান্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষের আঘতে একটি ভবনের ১১ ও ১২ তলায় আগুন লেগে যায়। এতে ৪৬ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। ৪৩ জনকে অস্থায়ীভাবে আবাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
সিটি মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ঝুকোভো বিমানবন্দরের আশেপাশের এলাকা ও দোমোদেদোভো জেলার আশেপাশের এরাকায় জরুরি উদ্ধারকারী দলগুলোকে পাঠানো হয়েছে। ৩০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ক্রেমলিন থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রামেনস্কয় জেলাটি অবস্থিত। সরকারি তথ্যানুসারে, এ জেলায় প্রায় আড়াই লাখ মানুষের বাস।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সীমান্তের নিকটবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ৭২ টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কুর্স্কে ১৪ টি, তুলায় ১৩ টি ও দেশের অন্যান্য পাঁচটি অংশে আরও ২৫ টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
ইউক্রেন এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।