ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। নিহত আরোহীর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানে কোনো আরোহী জীবিত নেই। বিমানটি কাসকাভেল থেকে উড্ডয়ন করে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিঃ মিঃ উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। ভয়েপাস এয়ারলাইনের এই ফ্লাইটটির নম্বর পিএস-ভিপিবি।
BREAKING: Voepass Flight 2283, a large passenger plane, crashes in Vinhedo, Brazil pic.twitter.com/wmpJLVYbB3
আরও পড়ুন
— BNO News (@BNONews) August 9, 2024
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে কয়েকটি গাছের আড়ালে পড়েছে। এরপর সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।
তবে, স্থানীয় কর্তৃপক্ষ ফ্লাইটটির দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
এদিকে, বিমানের দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।