ইসরায়েলিদের বহনকারী বিমানের জরুরি অবতরণ

ইসরায়েলিদের বহনকারী বিমানের জরুরি অবতরণ

পাকিস্তানের করাচি শহরে দুই ইসরায়েলি নাগরিককে বহনকারী ফ্লাইদুবাইয়ের একটি বিমান জরুরি অবতরণ করেছে। বিমানটি শ্রীলংকার উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার (১১ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি রাতে করাচিতে অবতরণ করে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতে তারা অন্য সবার সঙ্গে কাজ করেছে। বিমানটি পরবর্তীতে দুই ইসরায়েলিকে নিয়েই শ্রীলংকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে দেশটি।

ইসরায়েলিদের বহনকারী বিমানের জরুরি অবতরণ

ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সৃষ্টি হওয়া ইসরায়েলের সঙ্গে পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক নেই। মুসলিম প্রধান দেশগুলো মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। তারা ইসরায়েলকে কোনো দেশ হিসেবে মনে করে না।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদির সঙ্গেও ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সাম্প্রতিক সময়ে সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করেছিল।

আর সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন আটকাতে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর এই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

এদিকে, গত বছর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছিল সৌদি। কিন্তু হামাসের হামলার পর এই অবস্থান থেকে সরে এসেছে তারা। এখন সৌদি বলছে, ইসরায়েল যদি তাদের স্বীকৃতি চায় তাহলে আগে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize