১৫০ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ! বাড়ি কিনলেই নাগরিকত্ব ফ্রি

Visa free travel to 150 countries

আপনি যদি সুন্দর সৈকত আর নিরিবিলি জীবন পছন্দ করেন, তাহলে শুধু বাড়ি কেনার মাধ্যমেই নতুন নাগরিকত্ব পেতে পারেন! কয়েক লাখ ডলার বিনিয়োগ করলেই বিশ্বের প্রায় ১৫০টি দেশের ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ মিলছে। এমনই এক বিশেষ সুযোগ এখন জনপ্রিয় হয়ে উঠেছে ধনী ব্যক্তিদের মধ্যে, যারা দ্বিতীয় পাসপোর্টকে ‘ব্যাকআপ প্ল্যান’ হিসেবে ব্যবহার করছেন।

বিশ্বের নানা সংকট ও অস্থিরতার কারণে অনেকেই নিজেদের জন্য নিরাপদ বিকল্প খুঁজছেন। আর এই সুযোগ দিচ্ছে ছোটো কিন্তু সমৃদ্ধ ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলো। এখানকার পাঁচটি দেশ—যেখানে বাড়ি কিনলেই নাগরিকত্ব পাওয়া যায়—বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, নাইজেরিয়া, তুরস্ক ও চীনের মতো দেশ থেকেও অনেকে আবেদন করছেন।

তবে এই নাগরিকত্ব বিক্রয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্ক রয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও কর ফাঁকির আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে। তাই এই দ্বীপগুলো এখন আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

যেসব দেশে বাড়ি কিনলে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, সেগুলো হলো— অ্যান্টিগা ও বার্বুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়া।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize