প্রথমবারের মতো হামাসকে নিন্দা জানাবে আরব দেশগুলো

Arab countries to condemn hamas for first time

আগামী সপ্তাহের শুরুতে নিউইয়র্কে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের এক অনুষ্ঠানে ইতিহাসে প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে আরব দেশগুলো। তারা হামাসের প্রতি প্রকাশ্যে নিন্দা জানাবে এবং সংগঠনটির নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে। এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

ফরাসি সাময়িকী ‘লে জার্নাল ডু ডিমানচে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারোট বলেন, ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আরও আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।

ব্যারোট জানান, এই উদ্যোগ হামাসকে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করবে। বর্তমানে অর্ধেক ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, বাকিরাও সেই পথে এগোচ্ছে। ইতোমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং জার্মানিও এ বিষয়টি বিবেচনায় রেখেছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় কমিশন আগামী সপ্তাহগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবে। বিশেষ করে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে সামরিক বাধা দূর করার দাবি জানানো হবে।

এছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize