এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে রাশিয়া

Russia may now recognize palestine as a state

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এবার সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে দেশটি। ক্রেমলিনের মতে, এ স্বীকৃতি সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর পদক্ষেপ হতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, “রাশিয়া বরাবরই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে। ১৯৮৮ সালেই আমরা ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছি।” তিনি আরও যোগ করেন, এই সংকটের স্থায়ী সমাধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব।

এমন অবস্থান এমন এক সময় এলো, যখন ইউরোপজুড়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

অন্যদিকে, যুক্তরাজ্যেও রাজনৈতিক চাপ বাড়ছে। দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন, যেন যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এই এমপিদের অধিকাংশই লেবার পার্টির সদস্য, যা দেশটির পার্লামেন্টের এক-তৃতীয়াংশের বেশি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার এই তরঙ্গ নতুন করে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। তবে শেষ পর্যন্ত এই পদক্ষেপগুলো দীর্ঘস্থায়ী শান্তির পথে কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize