পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার

33 bangladeshi expatriates arrested at pakistan iran border

ইরানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্ত এলাকা থেকে ৩৩ জন বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। বুধবার (২৪ জুলাই) তাফরানের নিকটবর্তী মাসকিল এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার দুর্গম ও সীমান্তবর্তী এই অঞ্চল দীর্ঘদিন ধরেই মানবপাচারের গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ কাগজপত্র নিয়ে পাকিস্তানে প্রবেশ করলেও ইরানে প্রবেশের জন্য কোনো অনুমোদন বা ভিসা দেখাতে পারেননি।

স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি জানায়, বাংলাদেশিরা দলবদ্ধভাবে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন। সন্দেহজনক গতিবিধি দেখে নিরাপত্তারক্ষীরা তাদের থামায় এবং বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এরপরই সবাইকে আটক করা হয়।

এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো মানবপাচার চক্রের সহায়তায় ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন।”

পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে এবং এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। আটক বাংলাদেশিদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize