রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং এতে থাকা ৪৯ আরোহীর কেউ বেঁচে নেই।
বিমানটি সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন ‘আঙ্গারা’ পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের একটি পুরনো উড়োজাহাজ ছিল, যার গন্তব্য ছিল চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহর। রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরপরই অনুসন্ধান শুরু করে উদ্ধারকারী দল। স্থানীয় সময় দুপুরে একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করে।
আরও পড়ুন
কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ একটি ঘন বনাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কিছু অংশে আগুনও জ্বলছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে জরুরি মন্ত্রণালয়ের তথ্যে যাত্রীসংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলেও উল্লেখ করা হয়েছে।
গভর্নর আরও জানান, নিখোঁজ বিমানের সন্ধানে জরুরি উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় সব বাহিনী ও সরঞ্জাম দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।