মাঝ-আকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন!

Plane catches fire in mid air from passenger's power bank!

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রীবাহী বিমান। যাত্রীদের মালপত্রের মধ্যে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন ছড়িয়ে পড়ে বিমানটির ভেতরে। তবে কেবিন ক্রুদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

ঘটনাটি ঘটে সোমবার, অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ সংস্থার ভিএ১৫২৮ ফ্লাইটে। অবতরণের কিছু আগে হঠাৎ করে ওভারহেড লাগেজ কেবিন থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে কেবিন ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যাগটি সরিয়ে ফেলা হয়।

ঘটনার পরপরই বিমানটি নিরাপদে হোবার্ট বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে কেউ হতাহত না হলেও ধোঁয়ার কারণে একজন যাত্রীর সাময়িক শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং পরে জানানো হয় যে, সকল যাত্রী সুস্থ আছেন।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ঘটনায় কেবিন ক্রুদের দ্রুত ও দক্ষ প্রতিক্রিয়ার প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে জরুরি পরিষেবা দলের ভূমিকারও প্রশংসা করেছে কর্তৃপক্ষ।

এদিকে, অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিথিয়াম-আধারিত পাওয়ার ব্যাংক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফলে বিমানে এ ধরনের ব্যাটারিচালিত যন্ত্র ব্যবহারের নীতিমালাও পুনর্বিবেচনার আওতায় আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize