পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

1404020715320959432684474

আগামী ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২১ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। ইরানি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

সফরকে কেন্দ্র করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইতোমধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি বলেন, পাকিস্তান ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত এবং এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই সফর তেহরান-ইসলামাবাদের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের প্রতিফলন। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে মুখপাত্র জানান, গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইসরাইল ইরানের সামরিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এরপর ২২ জুন মার্কিন বাহিনী ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।

জবাবে ইরানি সামরিক বাহিনী “অপারেশন ট্রু প্রমিজ-থ্রি” নামক পাল্টা অভিযানে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ইসরাইলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। শেষপর্যন্ত ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize