অবশেষে ভারত ছাড়ছে বৃটেনের সেই যুদ্ধবিমান

The british fighter jet is finally leaving india.

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত ছাড়ছে ব্রিটেনের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫বি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী মঙ্গলবার কেরালার থিরুভানাথাপুরাম বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে বিমানটি। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ১৪ জুন, প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি ভিত্তিতে কেরালার বিমানবন্দরে অবতরণ করে যুদ্ধবিমানটি। অবতরণের পর এতে কারিগরি ত্রুটি দেখা দিলে তা আর উড়তে পারেনি। এরপর থেকে প্রায় পাঁচ সপ্তাহ ধরে বিমানটি ভারতের মাটিতে আটকে থাকায় শুরু হয় নানা জল্পনা এবং কৌতূহল।

বিমানটি ব্রিটিশ প্রিন্স উইলিয়ামের সফরসঙ্গী বহরের অংশ হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। রয়াল নেভির একদল প্রকৌশলী যুদ্ধবিমানটি মেরামতের জন্য ভারত সফর করলেও তারা সফল হননি। ফলে বিমানটিকে বিশেষ কার্গো বিমানে করে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন কোনো তথ্য প্রকাশ না করলেও সোমবার বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিমানটি এখন উড্ডয়নের উপযোগী অবস্থায় রয়েছে। এদিন সেটিকে হ্যাঙ্গার থেকে বের করা হয়। তবে বিমানটি কখন উড্ডয়ন করবে এবং যাত্রাপথে কোথায় কোথায় জ্বালানি নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।

এই ঘটনাটি ঘিরে বিদেশি সামরিক সরঞ্জামের চলাচল ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাঁচ সপ্তাহ ধরে একটি যুদ্ধবিমান ভারতের বেসামরিক বিমানবন্দরে আটকে থাকায় কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত দিক থেকেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize