অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির প্রতীকী স্থাপনা অপেরা হাউসের সামনে এনসিপি অ্যালায়েন্স সিডনির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা প্রবাসীদের অবিলম্বে ভোটাধিকার স্বীকৃতির দাবি জানান। তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি, শিক্ষা, ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দেশ ও গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করেন। কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এই দাবি আরও মানুষের কাছে পৌঁছায় এবং প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন জোরদার হয়।
আরও পড়ুন
আয়োজকরা জানান, সিডনির অভিজ্ঞতা ও প্রতিবাদের ভিজ্যুয়াল উপকরণ শিগগিরই নিউইয়র্ক, লন্ডন, টরন্টোসহ বিশ্বের অন্যান্য শহরে আয়োজিত বিক্ষোভে ব্যবহার করা হবে। তাদের ভাষায়, এটি কোনো আলাদা সুযোগ চাওয়া নয়, বরং দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবাসীদের প্রাপ্য অবস্থান নিশ্চিত করার আহ্বান।
২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন একটি সুস্পষ্ট ও সময়সীমা নির্ধারিত রোডম্যাপ প্রণয়ন করা হয়। তারা চান, পরবর্তী জাতীয় নির্বাচনে থেকেই প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আন্দোলনকারীরা মনে করেন, দেশের বাইরে থেকেও তারা দেশের ভবিষ্যতের অংশ, এবং এই অধিকার তাঁদের প্রাপ্য।