মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, অতঃপর…

Plane engine catches fire in mid air, then...

আকাশ পথে যাত্রাকালে বিমানের ইঞ্জিনে ত্রুটি কিংবা আগুন লাগার ঘটনা সম্প্রতি বাড়ছে বলে উদ্বেগ বাড়ছে বিমান নিরাপত্তা নিয়ে। সর্বশেষ যুক্তরাষ্ট্রভিত্তিক ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। বোয়িং ৭৬৭-৪০০ মডেলের ফ্লাইট নম্বর DL 446 বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ঘটনাটির এক ভয়াবহ দৃশ্য ধরা পড়ে এক যাত্রীর মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়। অনেকেই আকাশপথে ভ্রমণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটলান্টার উদ্দেশে রওনা হওয়া বিমানটি আকাশে ওঠার পরপরই সমস্যার মুখে পড়ে। সঙ্গে সঙ্গে ফ্লাইট ক্রুরা জরুরি অবস্থা ঘোষণা করে বিমানের গন্তব্য পরিবর্তন করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) নির্দেশনায় বিমানটি অবিলম্বে ফিরে আসতে শুরু করে এবং প্রাথমিক প্রস্তুতি অনুযায়ী গ্রাউন্ড সার্ভিসকে সতর্ক করা হয়।

সৌভাগ্যবশত, পাইলটদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতার কারণে বিমানটি নিরাপদেই লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এতে কোনো যাত্রী হতাহত হননি এবং অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ডেল্টা এয়ারলাইনসের একজন মুখপাত্র জানান, ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার পর পাইলটরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। যাত্রীদের নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনা করেই তারা জরুরি অবতরণে অগ্রাধিকার দেন। ঘটনায় পরবর্তী তদন্ত চলছে বলেও জানানো হয়।

আরও দেখুনঃ

 

 

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize