চীনের ‘লগিং’ সফটওয়্যারে সন্দেহ যুক্তরাষ্ট্রের, বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান

Us doubts china's 'logging' software, calls on bangladesh to ban it

চীনের তৈরি সমুদ্রপথে পণ্য পরিবহন-নির্ভর লজিস্টিক সফটওয়্যার ‘লগিং’ এখন আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, এই সফটওয়্যারের মাধ্যমে চীন বিশ্বব্যাপী লজিস্টিক নেটওয়ার্কে নজরদারি করছে। ফলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় হুমকি সৃষ্টি হতে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অন্তত ৫০টি দেশকে সফটওয়্যারটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

প্রায় দেড় যুগ আগে চীনের একটি প্রদেশ থেকে যাত্রা শুরু করে ‘লগিং’। এটি মূলত বাণিজ্যিক জাহাজ, কনটেইনার ও পণ্য পরিবহন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। শুরু থেকেই এই সফটওয়্যার বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে আসছে চীন, যা যুক্তরাষ্ট্র বরাবরই সন্দেহের চোখে দেখেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ‘লগিং’ ব্যবহার করে চীন বৈশ্বিক সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে, যার মাধ্যমে তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে এবং সম্ভাব্য সামরিক তথ্যেও নজরদারি চালাচ্ছে। ২০২২ সালের একটি মার্কিন প্রতিবেদনে বলা হয়, এই সফটওয়্যার ব্যবহার করে চীন মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের গতিপথ শনাক্ত করতে পারছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

বাংলাদেশেও এই সফটওয়্যার ব্যবহারে সরাসরি আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। তাদের মতে, এর মাধ্যমে চীন কৌশলগতভাবে দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ শুধু অর্থনৈতিক নয়, বরং এটি একটি গভীর ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশের অংশ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র কেবল আমদানি-শুল্ক বা পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণেই সন্তুষ্ট নয়; বরং তারা বিনিয়োগ, মেরিটাইম অপারেশন ও প্রতিরক্ষা ক্ষেত্রেও চীনের উপস্থিতি সীমিত করতে চায়। ফলে, বাংলাদেশসহ অনেক দেশ একটি জটিল কূটনৈতিক সমীকরণের মুখোমুখি হচ্ছে, যা কৌশলগত ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও ইতিমধ্যে ‘লগিং’ সফটওয়্যার ব্যবহারে উদ্বেগ জানিয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক টানাপোড়েন তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize