ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা একযোগে তেহরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবার (১৪ জুলাই) এক ফোনালাপে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নেন, ইরানকে আগামী আগস্টের শেষ পর্যন্ত সময় দেওয়া হবে চুক্তিতে পৌঁছাতে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে, ইউরোপীয় দেশগুলো কড়া অবস্থানে যেতে বাধ্য হবে। এতে ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় বাতিল হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফোনালাপে মূলত পারমাণবিক কূটনীতি এগিয়ে নেওয়ার জন্য সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। দুটি সূত্র জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো এখন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে এই বার্তা দিতে চায় যে, তেহরান যদি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ মেনে নেয় এবং স্বচ্ছতা দেখায়, তাহলে তারা কঠোর নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
আরও পড়ুন
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি ছিল। চুক্তিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি অংশ নিয়েছিল। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বারবার দাবি করে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। নতুন করে সময়সীমা নির্ধারণের মাধ্যমে কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা জিইয়ে রাখছে পশ্চিমা দেশগুলো।