পাকিস্তানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাজ্য

Uk lifts ban on pakistani airlines

পাকিস্তানের জন্য সুসংবাদ আনলো যুক্তরাজ্য। দেশটির এয়ার সেফটি লিস্ট থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হয়েছে, ফলে পাকিস্তানি এয়ারলাইনসগুলো এখন থেকে যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করতে পারবে। ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ হাই কমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২০ সালের জুনে করাচির মডেল কলোনিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটে। ঘটনার পরপরই যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পিআইএ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

সম্প্রতি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের পরিবহন বিভাগের একটি পর্যবেক্ষক দল নিরাপত্তা পরিদর্শন চালায়। তারা পাকিস্তানের বিমান নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ ও সন্তোষজনক বলে মত দেয়।

এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের এয়ার সেফটি কমিটি পাকিস্তানি এয়ারলাইনসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তবে ফ্লাইট পরিচালনার আগে প্রতিটি পাকিস্তানি বিমান সংস্থাকে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির অনুমতি নিতে হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এই পদক্ষেপ যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে।” তিনি আরও বলেন, “যুক্তরাজ্যে প্রায় ১৬ লাখ পাকিস্তানি বংশোদ্ভূত এবং বহু ব্রিটিশ নাগরিক পাকিস্তানে বসবাস করছেন—তাদের জন্য এই সিদ্ধান্ত পারিবারিক যোগাযোগ এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize