বিমান চুরি হওয়ায় আতঙ্কে বিমানবন্দর বন্ধ, আটক বিমান চোর

Airport closed due to plane theft, plane thief arrested

ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ মঙ্গলবার ১৫ জুন অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

সেসনা 172 মডেলের বিমানটি ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় ৪০ মাইল উত্তরে কানাডার ভ্যাঙ্কুভারে পৌঁছে চক্রাকারে ঘুরতে শুরু করে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা লাইভএটিসি.নেট ওয়েবসাইটের রেকর্ডিংয়ে অন্যান্য বিমানকে সতর্ক করে বলেন, “এখানে একটি অপহৃত বিমান রয়েছে যা বিমানবন্দরের আশেপাশে ঘুরছে। নিরাপত্তার খাতিরে অন্যান্য বিমানকে সতর্ক থাকতে বলা হচ্ছে।”

নিচে থাকা লোকজন দেখে যে বিমানটি নিচে নেমে আসছে এবং চক্রাকারে ঘুরছে। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা অন্যান্য বিমানকে পথ পরিবর্তন করতে নির্দেশ দেন।

Untitled

ওয়েস্টজেট এয়ারলাইন্সের একটি বোয়িং 737 বিমানকে ল্যান্ডিং বাতিল করতে বলা হয়, কারণ চুরি হওয়া বিমানটি তাদের সামনে প্রায় চার মাইল দূরত্বে অবস্থান করছিল।

এ ঘটনার সাক্ষী পল হিনি সিএনএন’কে বলেন, “বিমানটি নিচু উচ্চতায় অদ্ভুতভাবে ঘুরছিল। আমি ভেবেছিলাম পাইলটের কোনো সমস্যা হয়েছে।”
অবশেষে, চুরি হওয়া বিমানটি কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং পুলিশ তা ঘিরে ফেলে। কর্তৃপক্ষের পক্ষ থেকে চিহ্নিত না হওয়া সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, “YVR-এর আকাশসীমায় একটি ছোট ব্যক্তিগত বিমান নিয়ে নিরাপত্তা ঘটনার কারণে অস্থায়ীভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল।” আগত বিমান চলাচল ৩৯ মিনিটের জন্য স্থগিত ছিল এবং নয়টি বিমানকে বিকল্প বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়।
পুলিশ বা বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটি চুরির কারণ বা অন্য কোনো ব্যাখ্যা দেয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize