আন্তর্জাতিক অপরাধ দমনে এক বড় সাফল্য অর্জন করেছে দুবাই পুলিশ। ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত তিনজন শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করে বেলজিয়ামের হাতে তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত তিন বেলজিয়ান নাগরিক হলেন— ম্যাথিয়াস আকিয়াজিলি, জর্জি ফাইস এবং ওথমান এল বালুতি। এরা সবাই আন্তঃসীমান্ত অপরাধের অভিযোগে ইন্টারপোলের রেড নোটিশে তালিকাভুক্ত ছিল।
দুবাই পুলিশ জানায়, ইন্টারপোল ও ইউরোপোলের সঙ্গে সমন্বয় করে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বেলজিয়ামে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধী গ্যাং পরিচালনা, মাদক পাচার, ডাকাতি, মানবপাচার এবং মাদকজাত সাইকোট্রপিক পদার্থের বিতরণ।
আরও পড়ুন
দুবাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “এই অভিযান আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংযুক্ত আরব আমিরাতের অটল অঙ্গীকার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে আমাদের কৌশলগত ভূমিকা তুলে ধরেছে।”
গ্রেপ্তারের পর তিনজনকেই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বেলজিয়ামে প্রত্যার্পণ করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে বিচারের মুখোমুখি করা হবে।
দুবাই পুলিশ গালফ নিউজকে আরও জানায়, তারা বিশ্বের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে সংগঠিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক নজরদারি প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পলাতকদের শনাক্ত ও আটক করতে তারা নিরলসভাবে কাজ করছে।
আরও দেখুন: