ইসরায়েলকে রুখতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০ দেশ

20 countries including bangladesh are meeting to stop israel

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে কঠোর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে অন্তত ২০টি দেশ এক জরুরি সম্মেলনে অংশ নিতে যাচ্ছে। আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটির আয়োজন করছে ‘দ্য হেগ গ্রুপ’, আর সহ-আয়োজক হিসেবে রয়েছে কলম্বিয়ার সরকার।

সম্মেলনে দক্ষিণ আফ্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘দ্য হেগ গ্রুপ’র সহ-সভাপতি হিসেবে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে কূটনৈতিক ও আইনি সহায়তা প্রদান করবে। সম্মেলনে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ গ্রহণের মাধ্যমে দখলদারিত্বের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেওয়ার প্রস্তুতি চলছে।

এই বৈঠকে যেসব দেশ অংশ নেবে, তার মধ্যে রয়েছে—বাংলাদেশ, আলজেরিয়া, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, তুরস্ক, কাতার, ফিলিস্তিন, মালয়েশিয়া, ওমান, স্পেন, পর্তুগালসহ আরও বেশ কয়েকটি দেশ। সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিন ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, সম্মেলন থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে—“কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধ জবাবদিহির বাইরে থাকতে পারে না।”

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি নেদারল্যান্ডে বলিভিয়া, হন্ডুরাস, কিউবা, নামিবিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও কলম্বিয়া মিলে ‘দ্য হেগ গ্রুপ’ গঠন করে। তাদের মূল লক্ষ্য—ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে দায়বদ্ধতা নিশ্চিত করা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize