ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা

Date announced for international conference to recognize Palestinian state

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, সম্মেলনটি আগামী ২৮ ও ২৯ জুলাই জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ জুলাই) আরব নিউজকে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, “দুই রাষ্ট্র সমাধান সংক্রান্ত এই উচ্চপর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে। বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে।”

প্রসঙ্গত, এই সম্মেলনটি মূলত গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইরান-ইসরায়েল উত্তেজনার কারণে ১৩ জুন তা স্থগিত করা হয়। শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় সম্মেলনটির গুরুত্ব আন্তর্জাতিক মহলে ব্যাপক।

সম্মেলনের লক্ষ্য হলো ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে “দ্বি-রাষ্ট্র সমাধান” বাস্তবায়নে একটি কার্যকর রূপরেখা নির্ধারণ করা। জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজিত এই সম্মেলনে, দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে সম্মেলন স্থগিত হওয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনার কারণে তা সাময়িক পিছিয়ে দেওয়া হয়েছে, তবে যত দ্রুত সম্ভব তা আয়োজিত হবে। ধারণা করা হচ্ছে, সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন এবং যুক্তরাজ্যকেও একই পথে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ইতোমধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সম্মেলনের মাধ্যমে বিষয়টি আরও বড় কূটনৈতিক স্বীকৃতির দিকে এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize