মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের প্রেসিডেন্টকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন বলে দাবি উঠে এসেছে এক সাম্প্রতিক ফাঁস হওয়া ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প স্পষ্ট ভাষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেন যে, ইউক্রেনে আক্রমণ বা তাইওয়ানে আগ্রাসনের চেষ্টা করলে তাদের রাজধানীতে বোমা বর্ষণ করা হবে।
ভিডিওতে ট্রাম্প বলেন, পুতিনকে তিনি সরাসরি জানিয়েছিলেন, ইউক্রেনে আক্রমণ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র মস্কোতে বোমা ফেলবে। ট্রাম্পের ভাষ্য, “আমি তাকে বলেছিলাম—তুমি যদি ইউক্রেনে হামলা চালিয়ে যাও, তাহলে মস্কোতে বোমা ফেলার ছাড়া আমার কোনো বিকল্প থাকবে না।”
তিনি আরও বলেন, যদিও পুতিন তাকে পুরোপুরি বিশ্বাস করেননি, তবে অন্তত ১০ শতাংশ বিশ্বাস করেছিলেন বলে তার ধারণা। ট্রাম্পের মতে, এ ধরনের ‘কঠিন বার্তা’ দেওয়ার মাধ্যমেই রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করেছিলেন তিনি।
আরও পড়ুন
শি জিনপিংয়ের ব্যাপারেও ট্রাম্প জানান, তাইওয়ানে আগ্রাসনের সম্ভাব্য পরিকল্পনা রুখতে তিনি চীনা প্রেসিডেন্টকে একই ধরনের হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, “সে (শি) ভাবত আমি পাগল। কিন্তু আমাদের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা কখনো হয়নি।”
এই সব মন্তব্য উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত একটি নতুন বইয়ে, যার শিরোনাম “২০২৪ : হাউ ট্রাম্প রিটুক দ্য হোয়াইট হাউস অ্যান্ড দ্য ডেমোক্র্যাটস লস্ট আমেরিকা”। বইটি রচনা করেছেন সাংবাদিক জশ ডাউসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডর্ফ। বই প্রকাশের দিনই আলোচিত ভিডিওটি ফাঁস হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।